তারপর লেখা হয় শবের কবিতা-
মৃদু বাতাসে অদূরে অশুত্থ গাছের পাতা ওড়ে
শবের প্রচ্ছদের
সাদা আলোকচ্ছটা কাঁপে,
মুখাগ্নির পর জ্বলতে থাকে শব
দাউ দাউ দাউ দাউ;
কটু গন্ধটাও একজনের কাছে আকাঙ্খিত
মানুষ সরে যাবার পরই সে এগিয়ে আসে
গত দুদিন সে খায়নি
তাঁর ক্ষুদার্ত চোখ জ্বলতে থাকে
দাউ দাউ দাউ দাউ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন