তুমি একটি অলিখিত কবিতা,
নিমীলিত দৃষ্টি, চেপে রাখা অশ্রু,
আগুন হয়ে জ্বলন্ত সবিতার
মতো উত্তপ্ত। অবাধ্য হাওয়ার শুশ্রুষা।
তুমি মুগ্ধ ছলোচ্ছল, অস্থির নদী,
হিজলের আত্মবিশ্বাস, জারুলের রঙ,
সরোবরের সাথে পাথরের সন্ধি,
কুহেলিকাময় অরণ্যের গুল্ম
তুমি গহীন পাহাড়ের প্রান্ত,
ক্রমশ নীলাভ হওয়া চূড়া,
অস্ফুট জলধারার শীতলতা,
রাতজাগা পতঙ্গের কোরাস।
তুমি ছুটে যাওয়া তারাদের আলো,
বেতবন ধুয়ে নেয়া জ্যোৎস্না,
অশুত্থের ভয় মাখা নড়ন,
শেষরাতের আবছা আলোর কুহক।
তোমার একটানা এড়িয়ে চলা পথে,
কবিতাগুলো দৃষ্টিহীন, অনুভূতিহীন হয়ে আছে।
আঁচল রাঙানো ধুলোর আস্তরণে,
রঙিন ফুল ফ্যাকাশে হয়ে আছে।
হেসে ওঠার প্রয়োজনে কিছু কাব্য
অভ্যুক্ত, অসাড় হয়ে আছে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন